Bhupatinagar: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তৃণমূল ও বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা । Bangla News
পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তৃণমূল ও বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। বিজেপির অভিযোগ, তাদের বুথ কমিটির সভায় গতকাল সন্ধেয় হামলা করে তৃণমূল। প্রতিবাদে সুশীলা মোড়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। সেই পথ অবরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ বেধে যায়। বিজেপির দাবি, তাদের তিনজন কর্মী আহত হয়েছেন। একজনকে ভর্তি করতে হয়েছে মুগবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পাল্টা তৃণমূলের অভিযোগ, হামলা চালিয়েছে বিজেপি। তাদের তিনজন কর্মী আহত হয়েছেন। পরে ভূপতিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE Bjp ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Bengali News