Delhi: আপ-বিজেপি কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি, ভণ্ডুল হল দিল্লি পুরসভার অধিবেশন | ABP Ananda Live
Continues below advertisement
Delhi: শাসকদল আম আদমি পার্টি (AAP) ও বিরোধী দল বিজেপি (BJP) কাউন্সিলরদের (Councillor) মধ্যে হাতাহাতির জেরে ভণ্ডুল হল দিল্লি (Delhi) পুরসভার অধিবেশন। গতকাল পুরসভার স্ট্যান্ডিং কমিটির (Standing Commitee)সদস্য নির্বাচন ঘিরে অশান্তির সূত্রপাত। ওয়েলে নেমে একে অন্যের দিকে ব্যালট বক্স ছোড়েন আপ ও বিজেপি কাউন্সিলররা। ধাক্কাধাক্কির মধ্যে কেউ কেউ ঘুসি বাগিয়ে তেড়ে যান। আম আদমি পার্টির নব নির্বাচিত মেয়র শেলি ওবেরয়ের (Sheli Oberoy) অভিযোগ, ভোট চলাকালীন বিজেপি কাউন্সিলররা তাঁকে আক্রমণের চেষ্টা করেন। অশান্তির জেরে আজও দিল্লি পুরসভার অধিবেশন স্থগিত হয়ে যায়।
Continues below advertisement