Kasba Death: খুন নয়, আত্মঘাতীই হয়েছে দশম শ্রেণির ছাত্র, অনুমান ফরেন্সিকের: সূত্র
খুন নয়, আত্মঘাতীই হয়েছে দশম শ্রেণির ছাত্র, অনুমান ফরেন্সিকের: সূত্র। 'অঙ্ক পরীক্ষার প্রজেক্ট না দেওয়ায় দুর্ব্যবহার করেছিল মৃত ছাত্র। স্টাফ রুমে ডেকে ২ মিনিট দাঁড় করিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরেই ক্লাসে না গিয়ে ছাদে চলে যায় দশম শ্রেণির ছাত্র' লালবাজারে ইমেল করে এমনই দাবি কসবার সিলভার পয়েন্ট স্কুলের। সিসি ফুটেজ সংগ্রহ করে তদন্তে লালবাজারের গোয়েন্দা পুলিশ।
Tags :
Bangla News Bangla News Live Kolkata ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Kolkata Local News Kasba Death