Kolkata Municipality: বিসর্জনের জন্য় ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তৎপরতার সঙ্গে কাজ করছেন কলকাতা পুরসভার সাফাই কর্মীরা। ABP Ananda Live
Durga Puja 2023: কৈলাসে ফিরেছেন উমা। ইতিমধ্যে বেশিরভাগ পুজো কমিটির (Puja Committee)বিসর্জন পর্ব মিটে গিয়েছে। তবে কিছু পুজো কমিটির বিসর্জন এখনও বাকি। তার মধ্যেই ঘাটে ঘাটে চলছে সাফাই। সরানো হচ্ছে গঙ্গায় (Ganga) ফেলা প্রতিমার কাঠামো। গতকাল থেকে বাবুঘাটে (Babughat) ভোর সাড়ে চারটে পর্যন্ত ৫৯১ টি প্রতিমা বিসর্জন করা হয়েছে। যার বেশিরভাগ বাড়ির পুজো। আজও চলছে বিসর্জন। ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তৎপরতার সঙ্গে কাজ করছেন কলকাতা পুরসভার সাফাই কর্মীরা। ৬-৭ টি ক্রেন ব্যবহার করা হচ্ছে কাঠামো সরানোর কাজে। জল থেকে তোলার পর কাঠামোগুলি ডাম্পারে করে নিয়ে যাওয়ার হচ্ছে। নিরাপত্তার জন্য রাখা হয়েছে স্পিডবোট(Speedboat)।
Tags :
Festival Babughat Durga Pujo Durga Puja Celebration Kolkata Municipality Durga Puja Special Durga Puja 2023 DUrga Puja Religion Emmersion