Clear Cut Makeup Master Class : মিডো কার্ট প্রাইভেট লিমিটেড লঞ্চ করল তাদের নতুন অ্য়াপ 'ক্লিয়ার কাট'

ABP Ananda LIVE : মিডো কার্ট প্রাইভেট লিমিটেড লঞ্চ করল তাঁদের নতুন অ্য়াপ 'ক্লিয়ার কাট। মঙ্গলবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে ছিল তার উদ্বোধনী অনুষ্ঠান। পাশাপাশি এদিন থেকেই শুরু হল তাঁদের তিন দিনের সেলিব্রিটি মেকআপ মাস্টারক্লাস। উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও মেকআপ আর্টিস্টরা।

 লাইনে জমে জল, ব্যস্ত রুটে আচমকা ব্যাহত মেট্রো পরিষেবা

লাইনে জল জমার জের। ফের কাজের দিনে ব্যাহত মেট্রো পরিষেবা। যতীন দাস পার্ক ও নেতাজী ভবন মেট্রো স্টেশনের মাঝে জল জমে রয়েছে। চূড়ান্ত হয়রানি নিত্যযাত্রীদের। ব্যস্ত রুটে আচমকা ব্যাহত মেট্রো পরিষেবা। 

ফের অফিস টাইমে মেট্রো ভোগান্তি। এবার মেট্রোর ট্র্যাকে জল জমে থাকায় ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন ও যতীন দাস পার্কে বন্ধ মেট্রো পরিষেবা। চূড়ান্ত হয়রানি নিত্যযাত্রীদের। কোথায় কতটা জল জমে আছে এবং জলের উৎস কী, তা জানতে ইতিমধ্যেই, ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।। অন্যদিকে কলকাতা মেট্রো সূত্রে দাবি, আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান ও টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম অর্থাৎ ব্রিজি পর্যন্ত আপ-ডাউন দুই দিকেই চলছে মেট্রো। এখন কোথা থেকে ঢুকেছে জল এবং কীভাবে তা সরানো হবে, তা জানতে ইঞ্জিনিয়ারদের পাঠানো হয়েছে। তবে, এর আগেও দু'বার এই একই ঘটনা ঘটেছিল বলে সূত্রের খবর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola