PM Modi: 'বন্ধ কারখানা ফের খুলবে, নতুন কারখানা চালু হবে', দমদমের সভায় বললেন প্রধানমন্ত্রী
ABP Ananda LIVE: 'বন্ধ কারখানা ফের খুলবে, নতুন কারখানা চালু হবে, দমদম ফের ইন্ড্রাস্ট্রিয়াল হাব হবে। বিকশিত বাংলা, মোদির গ্যারান্টি। বাংলার উন্নয়নের জন্য কেন্দ্রের কাছে পরিকল্পনা আছে, কিন্তু টিএমসি উন্নয়নের বিরুদ্ধে। কেন্দ্রের স্মার্ট সিটি মিশনের বিরোধিতা তৃণমূলের, মানুষ পিছিয়ে পড়ুক, তৃণমূল শুধু চায় যে কোনওভাবে বিজেপির বিরোধিতা।
'দুর্নীতির অভিযোগ যাঁদের বিরুদ্ধে,তাঁদের পাশে বসিয়ে দুর্নীতির কথা বলছেন',কটাক্ষ কুণালের
যে প্রশ্নগুলো উঠেছে, একটারও উত্তর দিতে পারেননি। বাংলা ভাষাকে আক্রমণ করে ব্যাকফুটে আছেন। কাচের ঘরে বসে ঢিল ছুড়ে গেলেন নরেন্দ্র মোদি। যাঁরা বলছেন, বাংলা কোনও ভাষা নয়। টেলিপ্রমপটার দেখে লিখে আনা বাংলা বলছেন। যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তিনি বিজেপিতে গিয়েছেন। ২৪ এর লোকসভা ভোটে, বিজেপি কমে গিয়েছে, তৃণমূল বেড়ে গিয়েছে। দুর্নীতির অভিযোগ যাঁদের বিরুদ্ধে, তাঁদের পাশে বসিয়ে দুর্নীতির কথা বলছেন। আপনি যতবার আসবেন, তত তৃণমূলের আসন বাড়বে। ২০২৬-এ রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। বাংলা সীমান্ত পাহারার দায়িত্ব নরেন্দ্র মোদির সরকার। যতগুলো অভিযোগ ভিত্তিহীনভাবে তোলার চেষ্টা করেছেন, সব ক'টিতেই বিজেপি অভিযুক্ত। ভিত্তিহীন অভিযোগ বিকৃতভাবে বলে গিয়েছেন নরেন্দ্র মোদি।