Mamata Banerjee: মোদি-সরকারের ডিজিটাল-ইন্ডিয়াকে আক্রমণে মুখ্যমন্ত্রী। ABP Ananda

Continues below advertisement

Bengal Global Business Summit, 2023: 'আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন'।'রাজ্যে ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে'।'চর্ম শিল্প ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে'। অর্থনৈতিক উন্নয়নে গ্রামের বিশেষ ভূমিকা আছে: মুখ্যমন্ত্রী। 'ক্যাশলেস প্রক্রিয়ায় অর্থনীতির কোনও উন্নয়ন হয় না'। মোদি-সরকারের ডিজিটাল-ইন্ডিয়াকে (Digital India) আক্রমণে মুখ্যমন্ত্রী। 'ভারতে কমেছে কর্মসংস্থান, বাংলায় বেড়েছে কর্মসংস্থান'। 'জনগণের জন্য সবাইকে এগিয়ে আসা উচিত'।'কেন্দ্রে একটি সরকার, রাজ্যে আরেকটি সরকার'। করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, আক্রমণে মুখ্যমন্ত্রী । শিল্পপতিদের বিরুদ্ধে এজেন্সির অভিযান নিয়ে আক্রমণে মমতা । শিল্পপতিদের গলা টিপে ধরছে এজেন্সি, আক্রমণে মুখ্যমন্ত্রী । '৬টি অর্থনৈতিক করিডর তৈরির জন্য আমরা প্রস্তুত'।১৮৮টি মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। '৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটির টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে'।'বাংলা-ই গন্তব্য, সুযোগ কিন্তু বারবার আসে না'। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram