Mamata Banerjee: আধার কার্ড 'বাতিল' নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

ABP Ananda LIVE: 'আমরা আধারে বিশ্বাস করিনা। আধার কার্ড (Adhaar Card)নিয়ে যে জঘন্য চক্রান্ত হল, চক্রান্তটা আমরা রুখে দিলাম। তার কারণ এটা বাংলা (West Bnegal), এটা অন্য জায়গা নয়। সূর্য যখন উদিত হয়, আমাদের বিবেক তখন জাগ্রত হয়। আমাদের সিদ্ধান্ত নিতে ১ সেকেন্ড লাগে। এনআরসি (NRC)করার প্ল্যান,ডিটেনশন ক্যাম্প করার প্ল্যান আর সমস্ত মতুয়াদের আধার কার্ড বাতিল করে দেয় কোন অধিকারে', মন্তব্য মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola