CM Mamata on BJP: কেন্দ্রীয় সরকার আমাদের সব ফান্ড বন্ধ করে দিয়েছে : মমতা

Continues below advertisement

1pm-ground-zero-seg-b: আলিপুরদুয়ারে (Alipurduar) সভামঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) ডাকলেন মমতা (Mamata Banerjee)। 'অভিষেক রাজনৈতিক ব্যক্তিত্ব ','কিন্তু অভিষেক সাংসদ, ওকে ডাকতেই পারি'। আলিপুরদুয়ারের সভামঞ্চে বললেন মমতা (TMC)। 'অনেকে বলেন উত্তরবঙ্গ (Uttarbanga) কিছু পায় না','উত্তরবঙ্গে সব পরিষেবা পায়', 'এগুলো শুধুই কুৎসা আর অপপ্রচার', 'কেন্দ্রীয় সরকার আমাদের সব ফান্ড বন্ধ করে দিয়েছে'। 'কিন্তু ৪০ লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি','নদী ভাঙনের টাকা কেন্দ্রীয় সরকার (Central goverment) দিচ্ছে না','বন্যা হলে কেন্দ্র টাকা দেয় না', 'ভিক্ষে চাই না কিন্তু রাজ্যের প্রাপ্য টাকা দিতে হবে'। '১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছে কেন্দ্র'।'নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সব হয়েছে','প্রতিশ্রুতি পালন না করে তৃণমূল পালিয়ে যায় না','উইপোকা কামড়ালেও দিল্লির টিম (Central team) আসছে'। 'বিএসএফ গুলি করে মারলে, ক'টা টিম আসে?',' প্রতি বছর তোমরা দিল্লি চালাবে, বাইরে থেকে লোক আনবে, লোকের মাথা খাবে (BJP)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram