Mamata Banerjee: ১ বছর পর সন্দেশখালিতে মমতা, সভায় জনজোয়ার

Continues below advertisement

Sandeshkhali News: মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষ্যে সন্দেশখালিতে কড়া নিরাপত্তা। সভাস্থলের কাছেই তৈরি হয়েছে হেলিপ্যাড। সেখানেই নামবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। CC ক্যামেরা লাগানোর পাশাপাশি, প্রত্যেকটি জেটিঘাটে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সন্দেশখালির গোটা এলাকা পুলিশে ছয়লাপ। ১২৩ কোটি টাকা খরচ করে নতুন ৬৬ টি প্রকল্পের সূচনা, সন্দেশখালি থেকে ঘোষণা মমতার। সন্দেশখালির মাটিকে সমৃদ্ধ করেছেন মা-বোনেরা। কেন্দ্রীয় বকেয়া প্রসঙ্গে ফের বিজেপিকে আক্রমণ মমতার। 'একটা শাড়ি কিনতে গেলেও কেন্দ্রকে ট্যাক্স দিতে হয়', সন্দেশখালি থেকে আক্রমণ মমতার। আজ সন্দেশখালি থেকে কেন্দ্রকে নিশানা করেন মমতা। 'বামেদের মিথ্যা কথায় কেউ ভুলবেন না', বললেন মুখ্যমন্ত্রী। 

 

 

ফের পাকিস্তান থেকে চট্টগ্রামে এল জাহাজ। 'করাচি থেকে বিস্ফোরক বোঝাই জাহাজ এসেছে চট্টগ্রামে'। এক্স হ্যান্ডল পোস্টে দাবি আওয়ামি লিগের। '২১ ডিসেম্বর করাচি থেকে চট্টগ্রামে এসেছে বিস্ফোরক বোঝাই জাহাজ' । 'সিসমিক ইমালসাম এক্সপ্লোসিভ নামে অতিশক্তিশালী বিস্ফোরক আনা হয়েছে'। 'বাংলাদেশ নৌবাহিনী প্রথমে কন্টেনারগুলি আটক করলেও পরে ছেড়ে দেয়'। এক্স হ্যান্ডল পোস্টে দাবি আওয়ামি লিগের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram