Mamata Banerjee: আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি-অফিসে ED-র তল্লাশি। আচমকা হাজির মুখ্যমন্ত্রী

Continues below advertisement

ABP ANANDA LIVE : প্রতীক জৈনের বাড়ি অফিসে ম্যারাথন তল্লাশি ED এর, নেপথ্যে কী কারণ ? ভোটের মুখে কয়লাকাণ্ডের তদন্তে আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে ED তল্লাশি ঘিরে তোলপাড় রাজনীতি। DGP ও CP-কে নিয়ে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী। তুললেন তথ্য চুরি, দলের রণকৌশল চুরির মতো বিস্ফোরক অভিযোগ। তাৎপর্যপূর্ণভাবে ফের একবার প্রধানমন্ত্রীকে সরিয়ে রেখে নিশানা করলেন তাঁরই ছায়াসঙ্গী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কার্যত হুঁশিয়ারি দিলেন। 

এরপর আই প্যাকের সেক্টর ফাইভের অফিসে ইডির তল্লাশি চলাকালীন সেখানে এই মন্তব্য করেন মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, 'ওগুলো আমাদের। ওগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সব। এগুলো আমাদের, আমরা রেখেছি। এগুলো আমাদের কাগজপত্র, আমাদের দলিল' ।  

এই পরিস্থিতিতে কংগ্রেস-সিপিএম প্রশ্ন তুলছে এটা কী করে সম্ভব? কেন্দ্রীয় এজেন্সি ইডি যখন তল্লাশি চালাচ্ছেন তখন মমতা বন্দোপাধ্যায় সেখানে ঢুকলেন কী করে? নথি বাইরে বের করা হল কী করে? ইডি অফিসাররা আটকালেন না কেন?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola