Mamata Banerjee : 'চন্দ্রবাবু, নীতীশ চুপ, ক্ষমতার জন্য এসব করছেন', কোন প্রসঙ্গে আক্রমণ মমতার ?

ABP Ananda LIVE : 'চন্দ্রবাবু, নীতীশ চুপ, ক্ষমতার জন্য এসব করছেন'। 'সংবিধান সংশোধন না করে, কেন ওয়াকফ আইন পাস করানো হল?''আন্দোলন বাইরে করবেন না, ইনডোর স্টেডিয়ামে করুন'। 'বিজেপি এসে উত্তেজিত করবে, আমি শান্তি চাই'। ইমাম-মোয়াজ্জেমদের বার্তা মুখ্যমন্ত্রীর। 

 

Murshidabad Chaos: অশান্ত মুর্শিদাবাদে প্রাণ গিয়েছে ৩ জনের, পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে জাতীয় মানবাধিকার কমিশন

ওয়াকফ ইস্যুতে উত্তাল মুর্শিদাবাদ। প্রাণ গেছে ৩ জনের। আতঙ্কে ভিটেমাটি ছেড়ে কাউকে আশ্রয় নিতে হয়েছে ভিন জেলা মালদায়, কারও ঠাঁই হয়েছে ভিন রাজ্য ঝাড়খণ্ডে। এই প্রেক্ষাপটে মুর্শিদাবাদে যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ডিজি (তদন্ত বিভাগ)-কে একটি বিশেষ টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ৩ সপ্তাহের মধ্য়ে তদন্ত রিপোর্ট কমিশনে জমা দিতে বলা হয়েছে।  ডিজি (তদন্ত বিভাগ)-কে লেখা চিঠিতে জাতীয় মানবাধিকার কমিশনের আইন বিভাগ জানিয়েছে, 'মুর্শিদাবাদে ওয়াকফ আইনের প্রতিবাদের মাঝে সোশাল মিডিয়ায় প্রকাশিত নানা প্রতিবেদনে বাবা-ছেলেকে খুনের অভিযোগ উঠে এসেছে। ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এই মর্মে মুর্শিদাবাদে ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত বিভাগকে টিম গঠনের নির্দেশ দেওয়া হচ্ছে।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola