TMC: নাম না করে বিরোধীদের নিশানা, 'গদ্দার', 'রাজাকার' বলে আক্রমণ মমতার। ABP Ananda Live
Mamata Banerjee: নাম না করে বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর। এদিন জনসভা থেকে 'গদ্দার', 'রাজাকার' বলে বিরোধীদের আক্রমণ মমতার। দলের রাশ এখনও নিজের হাতেই। দেগঙ্গার কর্মি সম্মেলনে ফের বুঝিয়ে দিলেন মমতা। ১৫ সদস্যের কোর কমিটি গঠন করে ১০দিন অন্তর রিপোর্ট দেওয়ার নির্দেশ। ABP Ananda Live