Mamata Suvendu : 'আপনাদের লজ্জা লাগা উচিত', অনুপ্রবেশ ইস্যুতে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

ABP Ananda LIVE : বিজেপি শাসিত রাজ্য়ে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে আজ পথে নেমেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ডোরিনা ক্রসিংয়ের সভা থেকে তিনি প্রশ্ন তুললেন--- "বাঙালিদের উপর অত্য়াচার কেন? কী অপরাধ করেছে তাঁরা?" অন্য়দিকে, পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন শুভেনদু অধিকারী। তাঁকে বলতে শোনা গেল--- "রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার লিস্টে বাদ দিতে হবে। কোনও রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকতে পারে না।" বাঙালি হেনস্থা এবং বাংলাদেশিদের অনুপ্রবেশ--- দু'টো ইস্য়ুর সঙ্গেই জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বার্থ! কিনতু, বুধবার পথে নামা বিজেপি বা তৃণমূল কেউই একসঙ্গে দু'টো ইস্য়ু নিয়ে প্রতিবাদের স্বর চড়াল না। মমতা বন্দ্য়োপাধ্য়ায় বা শুভেনদু অধিকারী কেউই একসঙ্গে দু'টো ইস্য়ু নিয়ে সরব হলেন না। মমতা বন্দ্য়োপাধ্য়ায় বিজেপি শাসিত রাজ্য়ে বাংলাভাষীদের হেনস্থা নিয়ে সরব হলেও, পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশের দায় ঠেলে দিলেন কেন্দ্রের ঘাড়ে। আর শুভেনদু অধিকারী অনুপ্রবেশ নিয়ে সরব হলেও, বিজেপি শাসিত রাজ্য়ে বাঙালি হেনস্থা নিয়ে দায় এড়ালেন। এনিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম এবং কংগ্রেস। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, সব বাঙালির স্বার্থে প্রকৃত লড়াই আদৌ কেউ করছে? 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola