Mamata Banerjee: 'কোচবিহার, নদিয়ায় পুশব্যাক, কী অপরাধ করেছে ওরা?' আক্রমণ মমতার | ABP Ananda Live
ABP Ananda LIVE: বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে বাঙালি ও বাংলাভাষীদের হেনস্থার খবর উঠে আসছে লাগাতার, তার প্রতিবাদে বুধবার কলকাতার রাস্তায় মিছিল করেন মমতা। আর সেখান থেকেই রাজ্যের বিধানসভা নির্বাচন এবং পরবর্তী লোকসভা নির্বাচন নিয়ে মুখ খোলেন তিনি। বাঙালিদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, ভোটবাক্সে বিজেপি তার জবাব পাবে বলেও দাবি করেন। (Mamata Banerjee News)
Tags :
Mamata Banerjee Trinamool Congress Migrant Workers TMC Rally Mamata Bandopadhyay West Bengal Migrant Workers BJP TMC News ABHISHEK BANERJEE BJP Ruled States