Mamata Banerjee| 'SIR হোক ২ বছর সময় নিয়ে, গায়ের জোরে কেন?', আক্রমণ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের

Continues below advertisement

ABP Ananda LIVE : SIR নিয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের । বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাঁকে ডেকে পাঠাচ্ছ' । অন্তঃসত্ত্বা মহিলাকেও যেতে হচ্ছে, তাঁকে প্রমাণ দিতে হবে এদেশের নাগরিক কিনা?' 'SIR হোক ২ বছর সময় নিয়ে, গায়ের জোরে কেন?' । '২ মাসের মধ্যে প্রায় ৭০ জন মারা গিয়েছেন, একবারও প্রাণ কাঁদে না? 'বড় বড় কথা বলে নাম কাটছে, তাদের মা-বাবার সার্টিফিকেট আছে তো?'

 

'দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে প্লিড করব', SIR রুখতে 'আইনের সাহায্য' নেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য জুড়ে SIR শুনানি শুরু হওয়ার পর থেকেই জেলায় জেলায় হয়রানির অভিযোগ উঠছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ...ছবিটা একই। এই পরিস্থিতিতে SIR ইস্যুতে এবার সরাসরি সুপ্রিম কোর্টে সওয়ালের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন গঙ্গাসাগরের সভা থেকে তিনি বলেন, "দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে মানুষের হয়ে গিয়ে প্লিড করব।" কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, "এ লড়াই বাঁচার লড়াই। এ লড়াইয়ে বাঁচতে হবে। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে। আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু ! এত মানুষকে যেভাবে হেনস্থা করেছে, তার বিরুদ্ধে। এবং প্রয়োজন পড়লে আমি নিজেও অনুমতি চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে মানুষের হয়ে গিয়ে প্লিড করব। আমি মানুষের হয়ে কথা বলব। আমি আইনজীবী হিসাবে যাব না, আমি আইনজীবী আছি...আমি একজন সাধারণ নাগরিক হিসাবে...আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার অনুমতি নেব। এবং চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করব গ্রাসরুটে কী চলছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola