Mamata Banerjee: 'কমিশনের কাজ নিরপেক্ষ থাকা, বিজেপির কমিশন হওয়া নয়', আক্রমণ মমতার

Continues below advertisement

ABP Ananda LIVE : 'মহিলা হিসেবে আসি, আমি ছোট থেকে ছাত্র রাজনীতি করা লোক'। 'আমি কিছু ধরলে, তা শেষ করে ছাড়ি'। 'সিঙ্গুরের সময় অনশন করেছি, কিচ্ছু যায় আসে না'। 'রুট বন্ধ করে দিন, আমার কিচ্ছু যায় আসে না'। 'আমরা বলেছি, একজনও বৈধ ভোটারকে তাড়ানো যাবে না' । 'বিজেপির অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে, আর...'। 'কমিশনের কাজ নিরপেক্ষ থাকা, বিজেপির কমিশন হওয়া নয়'। 'আমাকেও সময় দিয়ে আধার কার্ড করতে হয়েছে, এখন বলছে No SIR'। 'ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লক্ষ্মীর ভাণ্ডার No SIR, আর বিজেপি করলে Yes SIR'। 'আজ তোমরা নিজের মতো ধর্ম সাজাবে, মানুষকে ভয় দেখাবে'। 'যারা বাংলাদেশি কথা বলে অভ্যস্ত, হঠাৎ করে কি করে বদলাবে?' 'আমি বীরভূমে জন্মেছি, না হলে আমাকেও বাংলাদেশি বলে দিত!' 'আজকে ভয় দেখাচ্ছে, আপনারা ভয় পাবেন না'। 'যারা ২০২৪-এও যারা ভোট দিয়েছেন, কেউ ভয় পাবেন না'। 'সেই লিস্ট ধরেই তো ভোট হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি'। 'এতদিন SIR করার সময় পেলে না, ঠিক ভোটের আগে করলে'।

 

'বিজেপিকে ভোট, বন্ধ ভাণ্ডার', সরকারি প্রকল্প বন্ধের হুঁশিয়ারি TMC-র পঞ্চায়েত সদস্যার

ময়নার পর নন্দীগ্রাম! ভোট না দিলে সরকারি প্রকল্পে কাটছাঁটের হুঁশিয়ারি? 'বিজেপিকে ভোট দিলে বন্ধ করা হবে 'লক্ষ্মীর ভাণ্ডার'। পূর্ব মেদিনীপুরের তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সোশাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক। বিতর্কে জড়ালেন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অষ্টমী গিরি। তিনিই আবার নন্দীগ্রাম ২ ব্লকের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন। যদিও, প্রশ্নের উত্তরেও অনড় সেই তৃণমূল নেত্রী। তাঁর দাবি, ননদীগ্রামের বিধায়ক হয়েও, প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তবুও, মানুষকে অভাব বুঝতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। ননদীগ্রামের মানুষকে প্রকল্পের অভাব বোঝাতেই এই সোশাল মিডিয়া পোস্ট করেছেন তিনি। এ নিয়ে বিজেপির কটাক্ষ, তৃণমূল পক্ষপাতিত্ব করে দেউলিয়াপনা রাজনীতি করছে। কোন পরিপ্রেক্ষিতে এই কথা উনি বলেছেন, সেটা বোঝা দরকার, অস্বস্তি এড়াতে সাফাই তৃণমূল জেলা নেতৃত্বর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola