Mamata Banerjee: 'অর্জুন তো এখনও বিজেপি-র সাংসদ, বিজেপি-র সাংসদ পদ ছাড়েনি ও', মন্তব্য মমতার

ABP Ananda LIVE: অর্জুনকে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করলে মমতা বলেন, "অর্জুন (Arjun singh)তো এখনও বিজেপি-র সাংসদ। বিজেপি-র সাংসদ পদ ছাড়েনি ও। এখনও বিজেপি(BJP)-র টিকিয়ে জয়ী হয়েই রয়েছে। ও কোন দলে দাঁড়াবে, তা ঠিক করার স্বাধীনতা ওর। আমরা রাজনৈতিক ভাবে লড়াই করব। ব্যারাকপুরে আমাদের প্রার্থী পার্থ ভৌমিক(partha Bhowmik)। আশাকরি মানুষের পূর্ণ সমর্থন পাবে পার্থ। ও ভাল ছেলে।" (Lok Sabha Elections 2024) 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola