Mamata Banerjee: 'কেন বাংলা ভাষাকে সম্মান করবে না?' ফের বাঙালি অস্মিতায় শান মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE: 'সব ভাষাই জানা উচিত, কিন্তু মাতৃভাষাকে ভুলবেন না'। 'দেশের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশ অবদান ছিল বাংলার'। 'যাদের সবকিছু ছেড়ে উদ্বাস্তু হয়ে চলে এসেছিলেন এদেশে'। 'তাঁরা তো এদেশেরই নাগরিক'। 'আমরা যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা কেন বাংলা ভাষাকে সম্মান করবে না?'
TMC-BJP Clash :ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র নিয়ে আক্রমণ অনুরাগ ঠাকুরের,পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
ABP Ananda LIVE: ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র নিয়ে আক্রমণ অনুরাগ ঠাকুরের, পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। '২০২৪-এর ভোটার তালিকায় যদি ভূতুড়ে ভোটার থাকে, তাহলে লোকসভা ভেঙে দেওয়া হোক'। 'লোকসভা ভেঙে দিয়ে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হোক'। 'সোমবারের মধ্যে পদত্যাগ করতে প্রস্তুত, যদি বিজেপির লোকসভা সাংসদরা পদত্যাগ করেন'। '২০২৪-এ একই ভোটার তালিকায় নির্বাচিত হয়েছেন বিজেপি সাংসদরাও'। ফের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'ডায়মন্ড হারবারে একই বাড়িতে এখনও ৪২ জন ভোটার থাকেন'। '৫ জন বিয়ের পর অন্য জায়গায় গেছেন, এতে কোনও অসুবিধা নেই'। এমন ভিডিও অনুরাগ ঠাকুরকে পাঠানো হবে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের একটি বাড়িতে ৪৭ জন ভোটার নিয়ে অনুরাগ ঠাকুরের অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এ নিয়ে ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উদাহরণ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ থেকে ৩৫ জন মানুষ ওখানে থাকেন, জানালেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ।