Mamata: নতুন করে সব কাগজ তৈরি করাতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে, আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে বললেন মমতা
ABP ANANDA LIVE : 'সমস্ত ল্যাপটপ, নির্বাচনী কৌশল, এসআইআরের কাজ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত ইডির'। 'আমরা নথিভুক্ত রাজনৈতিক দল, আয়কর দিই'। 'নতুন করে সব কাগজ তৈরি করাতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে'। 'আমি এটাকে অপরাধ বলে মনে করি'। 'এভাবে পার্টি অফিসে ঢোকাটা অপরাধ'। 'সবচেয়ে বড় ক্রিমিনাল, মানি পাওয়ার, মাসল পাওয়ার ব্যবহার করছে'। 'এসআইআরের নামে মানুষকে হয়রান করছে'। 'এসআইআরের নোটিস পাঠিয়েছে জয় গোস্বামীকে'। 'লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নাম বাদ দিয়েছে'। 'অমিত শাহ যদি পশ্চিমবঙ্গে জিততে চান, নির্বাচনে লড়ে জিতুন'। আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
'৫৪ লক্ষ নাম বাদ দিয়েছে'। 'বিজেপির ইশারায় কাজ করছে নির্বাচন কমিশন'। 'আমরা এখনও চুপ করে আছি, সব সহ্য করছি'। 'এখনও আশা করি, ন্যায় বিচার পাব'। 'নির্বাচনের যাবতীয় রণকৌশল ছিনিয়ে নিয়ে গেছে ইডি'। 'আমাদের ডেটা, আমাদের ভোট লুঠ করছে বিজেপি'। 'প্রধানমন্ত্রী আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণ করুন'। 'আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক নথিপত্র নিয়ে গেছে'। 'আমাদের সঙ্গে চিটিং করলে, জুয়া খেললে মেনে নেব না'।