CM Mamata Banerjee: 'আমরাই ওদের ধরতে পেরেছি', ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
Tab Scam: ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। 'ট্যাব নিয়ে SIT গঠন করা হয়েছে'। 'মহারাষ্ট্র, রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করেছে 'আমরাই শুধুমাত্র ধরতে পেরেছি'। 'যারা ট্যাবের টাকা পায়নি, তাদের টাকা দিয়ে দেওয়া হয়েছে'। বাগডোগরা থেকে কলকাতায় ফেরার আগে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
ভর সন্ধেয় খাস কলকাতায় হাড়হিম করা দুষ্কৃতী হামলা। কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করার চেষ্টা, অল্পের জন্য রক্ষা। বাড়ির সামনে কথা বলার সময় হঠাৎ শপিং মলের দিক থেকে হেলমেট পরা দুষকৃতীদের হামলা। আগ্নেয়াস্ত্র লক হওয়ায় কাউন্সিলরের রক্ষা। বিহারের বাসিন্দা গ্রেফতার। কার সুপারিতে তৃণমূল কাউন্সিলরের উপরে হামলা? বিরোধীদের হাত থাকার তত্ত্ব খারিজ খোদ সুশান্তরই। লটারি-কাণ্ডে কলকাতা-চেন্নাইয়ে ইডির ম্যারাথন অভিযান। প্রায় ৯ কোটির হদিশ! লেক মার্কেটের আবাসনের অফিস থেকেই সাড়ে ৩ কোটি বাজেয়াপ্ত। স্যান্তিয়াগো মার্টিনকে জেরার সূত্রে একযোগে ইডি হানা। লেক মার্কেট-সহ কলকাতার ৩ জায়গায় তল্লাশি। টাকা গুনতে আনা হল কাউন্টিং মেশিন। স্যান্তিয়াগো মার্টিনকে জেরার সূত্রে কলকাতা-চেন্নাইয়ে একযোগে ইডির তল্লাশি। প্রায় ৮ কোটির হদিশ।