
Mamata Banerjee : দলের রাশ সুব্রত, অভিষেকের হাতে ! লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক জল্পনা তুঙ্গে
ABP Ananda Live: ২২ মার্চ লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কারা দল চালাবেন? স্পষ্ট করে দিলেন মমতা। দলের ব্য়াপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছেন এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় আছেন: মমতা ।
RG Kar News: 'তড়িঘড়ি সৎকারে বিশেষ ভূমিকায় পুরস্কার' সোমনাথ দে পানিহাটির পুরপ্রধান হতেই আক্রমণে অভয়ার পরিবার
মলয় রায় পদত্যাগ করা পর, পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান (Panihati New Chairman Controversy) হলেন সোমনাথ দে। যদিও এই সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ আর জি কর মেডিক্যালের (RG Kar Doctor Death) নিহত চিকিৎসকের পরিবার। মেয়ের দেহ দ্রুত সৎকারের অভিযোগে, সোমনাথ দের ভূমিকা ফের মনে করিয়ে দিল অভয়ার পরিবার।
মাঠ বিতর্কের জেরে, চাপে পড়ে শেষমেশ পদত্যাগ করেছেন মলয় রায়। তাঁর জায়গায় উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান করা হল সোমনাথ দে-কে। কিন্তু, তৃণমূলের এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ আর জি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসকের মা-বাবা। যাঁরা মেয়ের ধর্ষণ ও খুনের ঘটনার পর, তড়িঘড়ি দেহ সৎকার করার জন্য প্রথম থেকেই এই তৃণমূল কাউন্সিলর সোমনাথ দেকেই দায়ী করছেন। আর এত বিতর্কের পর তাঁকেই পানিহাটি পুরসভার চেয়ারম্য়ান করল তৃণমূল। নিহত চিকিৎসকের বাবা বলেন, "প্রচন্ড ধিক্কার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসকে। ও (সোমনাথ দে) উপস্থিত ছিল হাসপাতালে, আমার মেয়ের দেহ তাড়াতাড়ি সৎকার করার জন্য, দ্রুত গাড়িতে করে নিয়ে এসেছে। আমরা যখন টালা থানায়, গ্রিন করিডর করে দেহ এনেছিল সোমনাথ-নির্মল'চুল্লিতে দেহ ঢোকানোর পরেই সোমনাথকে ওয়েল ডান বলেছিলেন নির্মল। আমরা দ্বিতীয়বার ময়নাতদন্ত চাওয়ার পরেও এদের প্রচেষ্টায় আমরা সেই সুযোগ পাইনি। এরা আমাদের সেই সুযোগ নষ্ট করেছে। এটাই তৃণমূলের কালচার।''