CM On CAA:'CAA নিয়ে কী করবে আমার সন্দেহ রয়েছে', সাংবাদিক বৈঠকে সন্দিহান মুখ্যমন্ত্রী।ABP Ananda LIVE
'ভাঁওতা সব সময়ই ভাঁওতা...প্রতারণা সব সময়ই প্রতারণা...আমি শুনছি প্রধানমন্ত্রী নাকি দেশের উদ্দেশে ভাষণ দেবেন...কিন্তু মানুষকে বঞ্চিত হতে আমরা দেব না...CAA নিয়ে কী করবে আমার সন্দেহ রয়েছে', স্পষ্ট মত মুখ্যমন্ত্রীর।
'