Mamata Banerjee: 'জ্বর আসছে, মাথা ফুলে রয়েছে', দুর্ঘটনার পর কী বললেন মুখ্যমন্ত্রী? ABP Ananda Live

TMC: ফের আঘাত পেলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বুধবার বর্ধমানে (East Burdwan) প্রশাসনিক সভা ছিল। সেখানে পৌঁছতে হাওড়ার (Howrah) ডুমুরজলা থেকে এদিন হেলিকপ্টারে চেপে রওনা দেন মমতা। কিন্তু ফেরার সময় আবহাওয়া খারাপ থাকায়, বৃষ্টি হওয়ায় হেলিকপ্টার উড়তে পারেনি। ফলে গাড়িতে চেপেই ফেরার রাস্তা ধরেন। সেই সময়ই আঘাত পান তিনি। জানা গিয়েছে, সভামঞ্চ থেকে ২০০ মিটার দূরে, গাড়ি যখন জিটি রোডে উঠছে, সেই সময় অন্য দিক থেকে একটি গাড়ি  তাঁর কনভয়ে হঠাৎই  ঢুকে পড়ে। ABP Ananda Live  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola