
Mamata Banerjee: লন্ডন যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর, থাকছেন কে কে?
ABP Ananda Live: লন্ডন যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর। 'বাংলায় কুচক্রীরা দাঙ্গা লাগায়। '৫ সদস্যের টাস্ক ফোর্স গঠন করলাম'। 'টাস্ক ফোর্সে থাকবেন বিবেক কুমার, নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ ভার্মা। থাকবেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস'।
উদবোধনের দিন কি ঝড়বৃষ্টি কলকাতায়? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস
সকাল থেকে মেঘলা আকাশ শহর কলকাতা থেকে শুরু করে জেলাতেও। কোথাও কোথাও হয়েছে হালকা বৃষ্টি। তবে সে সামান্যই। বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গে আর শুক্রবার থেকে রবিবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এমনকি কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাতে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিস্তারিত নজর রাখা যাক আজকের ওয়েদার আপডেট-এ। আসামে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। জোড়া অক্ষরেখার দাপটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একটি অক্ষরেখা রয়েছে ছত্রিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত। এটি তেলেঙ্গানার ওপর দিয়ে গেছে। অন্য অক্ষরেখাটি কর্ণাটক থেকে কেরালা পর্যন্ত বিস্তৃত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এর ফলে বদলাতে পারে আবহাওয়া। দক্ষিণবঙ্গে, আজ, ২০ মার্চ, বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হবার সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছেই সব জেলাতেই। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি এই পাঁচ জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে।