Mamata Banerjee : কোনও বুলডোজার চলবে না মন্দারমণিতে, ১৪০ টি হোটেল ভাঙার নির্দেশের স্থগিতাদেশ
ABP Ananda LIVE : মন্দারমণিতে বেআইনি হোটেল ভাঙার নির্দেশ, স্তম্ভিত মুখ্যমন্ত্রী। 'কোনও বুলডোজার চলবে না', জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর। মন্দারমণিতে বেআইনি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। মুখ্যসচিবকে না জানিয়েই নির্দেশিকা জারি প্রশাসনের, দাবি নবান্ন সূত্রে।
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় দুষ্কৃতীদের ব্যবহৃত স্কুটার উদ্ধার। দুষ্কৃতীদের ব্যবহৃত স্কুটার উদ্ধার করল কলকাতা পুলিশ। এই স্কুটারে চেপেই সুশান্ত ঘোষের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। উদ্ধার হওয়া স্কুটার বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই স্কুটারেই ভুয়ো নম্বর প্লেট লাগানো হয়েছিল। কর্ণাটক থেকে গ্রেফতার ৬ বাংলাদেশি। পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ঢুকে কলকাতায় এসে তৈরি করেছে জাল আধার, প্যান ও ভোটার কার্ড।বানিয়েছিল ভুয়ো পাসবুক, পাসপোর্টও, দাবি কর্ণাটক পুলিশের। মমতা বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং দিচ্ছেন। অভিষেক সন্তানসম, ঠিক সময়ে আসবে, নেতৃত্ব বিতর্কে মন্তব্য ফিরহাদের। কসবাকাণ্ডে বিহার-যোগে তোলপাড়ের মধ্যেই বিস্ফোরক অভিযোগ করলেন পার্থ ভৌমিক। অর্জুন সিংহ-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ব্যারাকপুরের তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, অর্জুন সিংহ সোমনাথ শ্যামকে খুন করতে চাইছেন।