Mamata Banerjee: 'আমাদের এখানের স্বাধীনতা আসল স্বাধীনতা, যা খুশি করতে পারেন', বললেন মমতা

ABP Ananda Live: বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী । 'আজ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আধার কার্ড গ্রহণ করতে হবে'। 'এই মামলা প্রথম আমাদের দলের একজন সাংসদই করেছিলেন'। 'বাংলায় ভোটার তালিকায় শেষ সংশোধন হয়েছে ২০০২ সালে'। 'আমরা দেখলাম রেশন কার্ড বাতিল করে দিয়েছে'। 'মারাত্মক যেটা বলেছিল, বাবা-মায়ের জন্মের প্রমাণ দিতে হবে'। '১৯৮২ সালে ক'জনের বাবা-মায়ের বার্থ সার্টিফিকেট আছে?' 'কী করে থাকবে, তখন তো সবার বাড়িতে জন্ম হত'। 'প্রায় ৫০ বছর আগে যে জন্মেছে, সে জন্মের প্রমাণপত্র কীভাবে পাবে?' 'দেশভাগের পর যাঁরা এসেছিলেন, তাঁরা নথি কোথায় পাবেন?' 'SIR-এর নামে CAA করার চেষ্টা'। 'বাংলায় আসল স্বাধীনতা, যা খুশি করতে পারেন'।

 

 

জম্মু-কাশ্মীরের কিশতোয়ারে ভয়ঙ্কর মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে মৃত অন্তত ১০ জন, জোরকদমে চলছে উদ্ধারকাজ

মেঘভাঙা বৃষ্টি হয়েছে জম্মু ও কাশ্মীরের চাশোটি এলাকায়। আর তার জেরে হড়পা বানও এসেছে কিশতোয়ারের এই জায়গায়। ইতিমধ্যেই অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলাকারী দল। প্রসঙ্গত উল্লেখ্য, এই চাশোটি এলাকা থেকেই শুরু হয় পবিত্র মাচাইল মাতা যাত্রা। অন্যদিকে কিশতোয়ারে রয়েছে হিমালয়ের অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান মা চণ্ডীর মন্দির। সেখানে যাওয়ার জন্য এই চাশোটি-ই হল শেষ গ্রাম যেখানে যানবাহন যেতে পারে। এরপর থেকে পায়ে হেঁটে যাত্রা করতে হয়। মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে হড়পা বানের ফলে আপাতত এবছরের মাচাইল মাতা যাত্রা স্থগিত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola