
Mamata Banerjee: এবার সর্বাধিনায়িকা মমতা, যাদবপুরে তৃণমূলের নতুন পোস্টারে ফের জল্পনা
ABP Ananda Live: অধিনায়ক অভিষেকের পর এবার সর্বাধিনায়িকা মমতা। যাদবপুরে তৃণমূলের নতুন পোস্টারে ফের জল্পনা। নতুন হোর্ডিংয়েও FAM-এর নাম। বিতর্কের মুখে ভারসাম্যের চেষ্টা? উঠছে প্রশ্ন।
'বারুইপুরে তৃণমূল ট্রেলার দেখিয়েছে, মুর্শিদাবাদে আসল নাটক মঞ্চস্থ হবে', ফের শুভেন্দুকে চ্যালেঞ্জ হুমায়ুনের
বিধানসভা ভোটের অনেক আগে থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। একে অপরকে উদ্দেশ্য করে চলছে হুমকি-পাল্টা হুমকি, চমকি-ধমকি সবই। এই আবহেই সম্প্রতি হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারিতে জড়ান শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীর। ফের শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়লেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'বারুইপুরে ট্রেলার দেখিয়েছিলাম, মুর্শিদাবাদে আসল নাটক মঞ্চস্থ হবে', বলে হুঁশিয়ারি দিলেন তিনি। শুধু তা-ই নয়, 'শুভেন্দুর বারুইপুর অভিযান সুপার ফ্লপ' বলেও কটাক্ষ করেন তিনি।