Mamata Banerjee: 'যেতে পারি কিন্তু কেন যাব', মমতার দিল্লিযাত্রা প্রসঙ্গে কটাক্ষ সুজনের।

Continues below advertisement

ABP Ananda Live: আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে নিয়ে দিল্লি যাচ্ছেন মমতা।  কাল যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে। 'বাংলাকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি', নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে কেন্দ্রের শাসক দলকে তীব্র আক্রমণ মমতার। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাওয়া নিয়ে সিপিএম-কংগ্রেস কটাক্ষ করেছে মমতাকে।  'যেতে পারি কিন্তু কেন যাব', মমতার দিল্লিযাত্রা প্রসঙ্গে কটাক্ষ সুজনের। সিবিআই স্ক্যানারে রাজ্যের বিভিন্ন পুরসভার ১ হাজার ৮৫০ জনের চাকরি। ২০১৪ সালের পর ১৭টি পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ। অর্ধেকের বেশি চাকরিই বেআইনি ভাবে, উল্লেখ সিবিআই চার্জশিটে। বেআইনি ভাবে সবথেকে বেশি চাকরির অভিযোগ দক্ষিণ দমদম পুরসভায়। দক্ষিণ দমদম পুরসভায় সিবিআই নজরে ৩২৯ জনের নিয়োগ। কামারহাটিতে ৩০৩ জন, বরানগরে ২৭৬ জন, টিটাগড়ে ২২১ জনের নিয়োগও সিবিআই রাডারে।  কাঁচরাপাড়া, বাদুড়িয়া, হালিশহর, নিউ ব্যারাকপুর, দমদম পুরসভায় ভুরি ভুরি বেআইনি চাকরির অভিযোগ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram