
Mamata Banerjee: ফুরফুরা শরিফে মমতা, যোগ দিলেন ইফতার পার্টিতে
Continues below advertisement
ABP Ananda Live: বছর ঘুরলেই ফের আরেকটা বিধানসভা ভোট। তার আগে, ফুরফুরা শরিফে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ইফতার পার্টিতে যোগ দিলেন তিনি। কথা বললেন পীরজাদাদের সঙ্গে। সম্প্রতি ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা তৈরি হয়েছিল।
তৃণমূলের পার্টি অফিসে না গেলে মিলবে না জল?
তৃণমূলের পার্টি অফিসে না গেলে মিলবে না জল? সুশান্ত-লিপিকা সংঘাত, 'নির্জলা' রাজডাঙার ৬০টি পরিবার! রাজডাঙার পূর্বপাড়ায় তৃণমূল কাউন্সিলরের 'হুইপ' ঘিরে তোলপাড়! ১৫দিন ধরে জল নেই রাজডাঙার পূর্ব পাড়ায় ৬০টি পরিবারের। কাউন্সিলরের বিরুদ্ধে জলের লাইন কেটে দেওয়ার অভিযোগ।
বেহালায় স্কুলে ফের চুরি
বেহালায় স্কুলে ফের চুরি। জগৎপুর রুক্মিনী বিদ্যামন্দির স্কুলে চুরি। প্রধানশিক্ষকের ঘর থেকে সামগ্রী চুরির অভিযোগ। খোয়া গেছে সিসিটিভি, হার্ডডিস্ক, অভিযোগ প্রধানশিক্ষকের।
Continues below advertisement