Mamata Banerjee: সংঘাতের আবহে, এবার SIR স্থগিত করে দেওয়ার দাবি তুললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়
ABP Ananda LIve: সংঘাতের আবহে, এবার SIR স্থগিত করে দেওয়ার দাবি তুললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।পাশাপাশি অমিত শাহর পদত্য়াগের দাবি তুলে তাঁর অভিযোগ, আগামী তিনমাস সরকার যাতে কাজ করতে না পারে, সেজন্য় সুপার এমার্জেন্সি চালানো হচ্ছে। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। সংঘাতের আবহে, এবার SIR স্থগিত করে দেওয়ার দাবি তুললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, ভোটমুখী রাজ্য়ে ২ মাসে SIR করা সম্ভব নয়। পাশাপাশি অমিত শাহর পদত্য়াগের দাবি তুলে তাঁর অভিযোগ, আগামী তিনমাস সরকার যাতে কাজ করতে না পারে, সেজন্য় সুপার এমার্জেন্সি চালানো হচ্ছে। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। নির্বাচন কমিশনের হাতে পূর্ণ ক্ষমতা আছে, প্রয়োজন হলে সেনা নামিয়েও করতে পারে। মন্তব্য় করেছেন শুভেন্দু অধিকারী।
মুখ ঢাকা মাস্কে, বেরিয়ে রয়েছে একটি হাত, দিল্লিতে ভয়ঙ্কর বিস্ফোরণে এবার i20 গাড়ির চালকের ছবি প্রকাশ্যে
রাজধানীতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য। নতুন একটি ছবি সামনে এসেছে, যাতে বিস্ফোরণ ঘটা Hyundai i20 গাড়িটিতে চালকের আসনে বসে থাকতে দেখা গিয়েছে একজনকে। ছবিতে দেখা গিয়েছে, মুখে মাস্ক রয়েছে গাড়ির চালকের। গাড়ির জানলা দিয়ে একটি হাত বাইরে ঝুলিয়ে রেখেছেন তিনি। দুর্ঘটনার কয়েক মিনিট আগে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ওই ব্যক্তিকে।
গাড়ি বিস্ফোরণের তদন্তে নেমে এলাকার ও আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। আর তাতেই, লালকেল্লা মেট্রো স্চেশনের ১ নং গেটের কাছে, সিগনালে ওই গাড়িটিকে ধীর গতিতে এগোতে দেখা যায় সন্ধে ৬টা বেজে ৫০ মিনিট নাগাদ। সেই সময় গাড়িতে একা ওই ব্যক্তি ছিলেন বলেই দাবি পুলিশ সূত্রে। তাহলে কি পরিকল্পিত ভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে দিল্লিতে? দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনা কি আসলে আত্মঘাতী হামলা? উঠছে প্রশ্ন। ওই ব্যক্তির পরিচয় এখনও সামনে আসেনি।