Coal Scam: কয়লা পাচার মামলায় আসানসোল আদালতে প্রশ্নের মুখে পড়ল সিবিআই | ABP Ananda LIVE
কয়লা পাচার মামলায় আসানসোল আদালতে প্রশ্নের মুখে পড়ল সিবিআই। 'কত দিনে তদন্ত শেষ করবেন, আর কোনও চার্জশিট কি জমা দিচ্ছেন?' প্রশ্ন আসানসোলের সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর। 'সবাইকে আদালতে হাজির করুন। শারীরিক কারণে আদালতে হাজির হতে না পারলে অ্যাম্বুল্যান্সে করেও আনতে হবে', অভিযুক্ত পক্ষের আইনজীবীদের বললেন বিচারক রাজেশ চক্রবর্তী। এরপর সিবিআই-এর তদন্তকারী অফিসার চার্জশিট পেশ করার জন্য সময় চান। তখন কয়লা পাচার মামলায় CBI-কে চূড়ান্ত চার্জশিট পেশের জন্য একমাস সময় দেন বিচারক। ৩ জুলাই পরবর্তী শুনানি, ওই দিনই চার্জ গঠনের সম্ভাবনা।
তৃণমূলের পর এবার সিপিএম-বিজেপির পার্টি অফিস নিয়েও কড়া নির্দেশ হাইকোর্টের। রাজারহাটে সিপিএম-বিজেপির ৪ পার্টি অফিস বন্ধের নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। সেচ দফতর, পূর্ত দফতর ও হিডকোর জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ। নির্মাণ খতিয়ে দেখে পার্টি অফিস ভাঙার সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার।