Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে ফের তৎপর সিবিআই, ১২ জায়গায় একযোগে তল্লাশি | ABP Ananda LIVE

Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে (Coal smuggling) ফের তৎপর সিবিআই (CBI)। কলকাতা (Kolkata), আসানসোল (Asansol), মালদা (Malda)-সহ ১২ জায়গায় একযোগে তল্লাশি। অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ 'মানি হ্যান্ডলার'দের বাড়িতে সিবিআই তল্লাশি। কলকাতার ভবানীপুরের ২ জায়গায় হানা সিবিআইয়ের। ভবানীপুরে সিআইএসএফের প্রাক্তন কনস্টেবল শ্যামল সিংহ'র ২টি ফ্ল্যাটে তল্লাশি। ভবানীপুরে স্নেহাশিস তালুকদার ওরফে বুবাইয়ের বাড়িতেও তল্লাশি । মালদার রতুয়ায় থাকেন শ্যামল সিংহ, দীর্ঘদিন আসানসোলে কর্মরত ছিলেন তিনি। বর্তমানে জমি ব্য়বসার সঙ্গে যুক্ত প্রাক্তন সিআইএসএফ জওয়ান। শ্যামলের মাধ্যমে কয়লা পাচারের টাকা পৌঁছে যেত বিভিন্ন মহলে, সিবিআই সূত্রে দাবি। আসানসোলের কুলটি ও দুর্গাপুরের বেনাচিতিতেও তল্লাশি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola