Coal Smuggling Scam: পকসো মামলায় গ্রেফতার কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: পকসো মামলায় গ্রেফতার কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র। কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের মামলায় অন্যতম অভিযুক্ত। কাল আসানসোল আদালতে কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের  মামলায় চার্জ গঠন। তার আগে চার্জশিটে নাম থাকা বিকাশ মিশ্র পকসো মামলায় গ্রেফতার। 'ইডি ও সিবিআইয়ের মামলায় অভিযুক্ত বিকাশ মিশ্র', দাবি বিকাশের আইনজীবীর। 'পুলিশ হেফাজতে থাকলে বিঘ্নিত হতে পারে নিরাপত্তা', দাবি বিকাশের আইনজীবীর। 'বিকাশ মিশ্র অনেকদিন মুক্ত, কোনও নিরাপত্তা নেই, তাতেও তাঁর নিরাপত্তা বিঘ্নিত হয়নি', পাল্টা দাবি সরকারি আইনজীবীর। বিকাশ মিশ্রের একদিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের, কাল পকসো আদালতে পেশ। আমাকে মারার চক্রান্ত চলছে, মুখ খুললে সরকার পড়ে যাবে, আদালত থেকে বার করার সময় বিস্ফোরক বিকাশ মিশ্র।

 

দেব-শঙ্কর অনুগামী সংঘাতে ঘাটালে ধুন্ধুমার। দেবের সামনে শাসকদলের দুই গোষ্ঠীর হাতাহাতি। তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে ঘাটালে তুলকালাম। শিশুমেলার আয়োজন নিয়ে মিটিংয়ে ধুন্ধুমার। দেবের অনুগামীদের সঙ্গে শঙ্কর দলুইয়ের অনুগামীদের হাতাহাতি। উপনির্বাচনের ফলপ্রকাশের পরেই ফের বিরোধীদের হুমকি শাসক দলের নেতার, বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া, জিভ টেনে ছিড়ে নেওয়ার হুঁশিয়ারি! বিজয় উৎসব চলাকালীন হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর  রহিম বক্সির। নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বললে দাঁত ভাঙার ও জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি শাসক নেতার ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ক্লিন বোল্ড বিজেপি। অন্যদিকে, একই পিচে মারকাটারি ব্যাটিং করল তৃণমূল। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ২টি আসনে ১ লক্ষেরও বেশি ভোটে জিতল বাংলার শাসকদল।  কোচবিহারের সিতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় জিতলেন ১ লক্ষ ৩০ হাজার ৬৩৬ ভোটে। এই আসনে তৃণমূলের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৬৫ হাজার ৯৮৪। বিজেপি প্রার্থী দীপককুমার রায় পেয়েছেন ৩৫ হাজার ৩৪৮টি ভোট। একুশের বিধানসভা ভোটে সিতাই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার জয়ের ব্যবধান ছিল ১০ হাজার ১১২। ২৪-এর লোকসভা নির্বাচনে সিতাই কেন্দ্রে প্রায় ২৯ হাজার ভোটে এগিয়েছিল তৃণমূল। সেই ব্যবধানই উপনির্বাচনে গিয়ে দাঁড়াল লক্ষাধিকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram