Midday Meal: জেলায় জেলায় কেন্দ্রীয় দল, তারই মধ্যে মিড ডে মিলের খিচুড়িতে আরশোলা পাওয়ার অভিযোগ
মিড ডে মিল (Midday Meal) নিয়ে খোঁজ করতে যখন জেলায় জেলায় কেন্দ্রীয় দল (Central Team), সেদিনই চন্দ্রকোণার (Chandrakona) ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়িতে আরশোলা পাওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য।