Malda Weather: রাজ্যজুড়ে শীতের আমেজ, মালদায় জারি শীতল দিনের সতর্কতা
শহর থেকে জেলা, গোটা রাজ্যেই হাড় কাঁপানো ঠান্ডা। ২৪ ঘণ্টায় পারদ কিছুটা উর্ধ্বগামী হলেও, পুরোদস্তুর শীতের আমেজ বজায় রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আরও নীচে নামতে পারে তাপমাত্রা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতল দিনের সতর্কতা জারি হয়েছে। পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের একাংশে আগামী ৪৮ ঘণ্টা শৈত্যপ্রবাহের সতর্কতা জারি থাকবে।
Tags :
Weather Malda Weather Update ABP Ananda Winter ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Bangla News Abp Ananda Live