Train Disrupted: রেললাইনে ধস, শিয়ালদা- বনগাঁ শাখায় আপ লাইনে বন্ধ ট্রেন পরিষেবা
রেললাইনে ধসের জেরে ব্যাহত রেল চলাচল। শিয়ালদা- বনগাঁ শাখায় আপ লাইনে বন্ধ ট্রেন পরিষেবা। সকাল ৮ টা নাগাদ মছলন্দপুর ও হাবড়া স্টেশনের মাঝে রেল লাইনে ধস নামে। এর জেরে বন্ধ হয়ে যায় আপ লাইনের ট্রেন চলাচল। আপ লাইনে ট্রেন বন্ধ থাকার কারণে ডাউন লাইনেও ব্যাহত রেল পরিষেবা। কাজের দিনে চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News