Saltlake Road Collapses: সল্টলেকের দত্তাবাদে রাস্তায় ধস! পড়ে গেল গাড়ি, তলিয়ে যায় ২টি সাইকেল ভ্যান

Continues below advertisement

সল্টলেকের দত্তাবাদে রাস্তায় ধস নামায় পুকুরে পড়ে গেল গাড়ি। তলিয়ে যায় ২টি সাইকেল ভ্যান। বেআইনি পার্কিংয়ের জন্যই রাস্তায় ধস নেমে এই বিপত্তি, বিধাননগর পুরসভা ও পুলিশকে বারবার জানিয়েও আটকানো যায়নি বেআইনি পার্কিং, দাবি ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আলো দত্তর।  বেঙ্গল কেমিক্যালের কাছে EM বাইপাস সংযোগকারী রাস্তার ধারে জোড়া পুকুর। আজ সকালে এক ট্রাফিক সার্জেন্টের নজরে আসে বিপজ্জনকভাবে পুুকুরে হেলে পড়েছে একটি গাড়ি। গাড়িটিকে স্থানীয়রাই দড়ি বেঁধে আটকে রাখার ব্যবস্থা করেন। পরে ঘটনাস্থলে যান বিধাননগর পুরসভার আধিকারিক। যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশও। ক্রেনের সাহায্যে গাড়ি তোলা সম্ভব হলেও, সাইকেল ভ্যান ২টি তলিয়ে যায়।                                            

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram