College fest warning: কেকে-র মৃত্যু থেকে শিক্ষা, কলেজ-ফেস্টে সতর্কতা। পরিকাঠামোয় নজর রাখবে সরকার

কেকে-র মৃত্যু থেকে শিক্ষা, কলেজ-ফেস্টে সতর্কতা। পরিকাঠামোয় নজর রাখবে সরকার। নেতাজি ইন্ডোরে স্থগিত সুরেন্দ্রনাথ কলেজের ৮ তারিখের ফেস্ট।কনসার্টের পর গাড়িতে বসেই ছটফট করছিলেন কেকে। কখনও শুয়ে পড়ছিলেন, কখনও বসছিলেন, দাবি চালকের। কেকে-র মৃত্যুতে এবার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত চায় বিজেপি। অমিত শাহকে সৌমিত্রর চিঠি। ভেসে থাকার মরিয়া চেষ্টা, পাল্টা তৃণমূল। 
কেন্দ্রীয় তদন্তের দাবি। কেকের মৃত্যুর ২দিন আগে প্রায় একই ঘটনার সাক্ষী কেরল। আলাপুঝায় গাইতে গাইতেই মঞ্চে লুটিয়ে পড়লেন শিল্পী। ৭ বছর পরে সম্পূর্ণ হল বৃত্ত। চলতি বছরেই স্নাতকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি। সমস্ত কলেজের জন্য তৈরি হচ্ছে একটাই পোর্টাল।বাড়িতে বসেই ভর্তির আবেদন করা যাবে যে কোনও কলেজে। মিলেছে মুখ্যমন্ত্রীর অনুমোদন। উপাচার্যদের সঙ্গে বৈঠকের পরে জানালেন শিক্ষামন্ত্রী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola