Train Cancel: লুপ লাইন দুটি মালগাড়ির সংঘর্ষ, প্রভাব পড়ল দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচলে

Continues below advertisement

বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে লুপ লাইন দুটি মালগাড়ির সংঘর্ষ। প্রভাব পড়ল দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচলে। বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, আসানসোল-দিঘা এক্সপ্রেস, আদ্রা-খড়গপুর এক্সপ্রেস, বিষ্ণুুপুর-আদ্রা এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরুলিয়া এক্সপ্রেস, আদ্রা- আসানসোল এক্সপ্রেস, আসানসোল-টাটানগর মেমু-সহ একাধিক ট্রেন। দিল্লি অনন্তবিহার-পুরী এক্সপ্রেস ও পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেস টাটানগর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram