Recruitment scam: 'কমিশন এখন বাল্মীকি হয়েছে', নিয়োগ দুর্নীতির মামলায় মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর
Continues below advertisement
Recruitment scam: নিয়োগ দুর্নীতির (Recruitment scam) মামলায় এবার বিচারপতির মুখে 'বাল্মীকি'(Valmiki)। কমিশন এখন বাল্মীকি হয়েছে, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit basu)। মুর্শিদাবাদের (Murshidabad) সুতির গোঠা হাইস্কুলে নিয়োগ দুর্নীতি, আদালতে রিপোর্ট পেশ করল সিআইডি (cid)। প্রধান শিক্ষককে গ্রেফতারের ৪ দিনের মাথায় আদালতে রিপোর্ট সিআইডির। 'বেনিয়ম করে চাকরি পাওয়া প্রধান শিক্ষকের ছেলে অনিমেষ তিওয়ারি (Animesh Tiwari) পলাতক'। অনিমেষ কোথায় থাকতে পারেন, সে সম্পর্কে ধারণা রয়েছে আমাদের, আদালতে মন্তব্য সিআইডির। 'প্রধান শিক্ষকের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়, একাধিক ব্যক্তি থাকতে পারে'। 'শেষ ৩-৪ বছরে কী করে বেতন পেয়েছেন নথি জাল করে চাকরি পাওয়া অনিমেষ?', সিআইডি-কে প্রশ্ন বিচারপতি।
Continues below advertisement