Panchayat Poll 2023: 'নিজেই সময় চান কমিশনার, তলব করেনি রাজভবন,' দাবি রাজ্যপালের

Continues below advertisement

'রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেনি রাজভবন' রাজীব সিন্হা নিজেই সময় চেয়েছিলেন রাজ্যপালের, দাবি সি ভি আনন্দ বোসের। 'আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চেয়েছিলাম। আমি জানি তিনি ব্যস্ত আছেন ভোটের কাজে। যখন সময় পাবেন, তখনই আসতে পারেন। ভোট সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার আছে' মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram