Achinta Shuili:ঘরে ফিরলেন বিশ্বমঞ্চে বাঙালির নাম উজ্জ্বল করা অচিন্ত্য, কী জানালেন কমনওয়েলথে সোনাজয়ী?
Continues below advertisement
কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জিতে ঘরে ফিরেছেন হাওড়ার পাঁচলার দেউলপুরের বাসিন্দা অচিন্ত্য শিউলি। মুখ্যমন্ত্রীর কাছে রাজ্য সরকারের থেকে বাড়তি আর্থিক সাহায্য চাইলেন বিশ্বমঞ্চে বাঙালির নাম উজ্জ্বল করা অচিন্ত্য।
গতকাল রাতে পৌঁছন বাড়িতে। মাঝরাতেও ঘরের ছেলের সোনাজয়ের আনন্দে উত্সবে মাতোয়ারা গোটা গ্রাম। বাড়িতে ঢোকার আগে প্রথমে যান কোচ অষ্টম দাসের প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে কোচকে প্রণাম করে বাড়ি আসেন অচিন্ত্য। সোনার ছেলেকে বরণ করে নেন মা পূর্ণিমা শিউলি। বাড়ির সামনে ততক্ষণে ভিড় জমে গিয়েছে।
Continues below advertisement
Tags :
ABPAnanda #ABPAnandaLive Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ এবিপিআনন্দলাইভ বাংলাখবর CWG2022 Commonwealthgames2022 Achintashuili