Adhir Chowdhury: 'শঙ্কর মালাকার কংগ্রেসে নেই এটা ভাবতে কষ্ট হচ্ছে', বললেন অধীর চৌধুরী

ABP Ananda Live: 'শঙ্কর মালাকার কংগ্রেসে নেই এটা ভাবতে কষ্ট হচ্ছে। তিনি উত্তরবঙ্গে বড় রাজনৈতিক নেতা'। বললেন অধীর চৌধুরী।

ছাব্বিশের ভোটের আগে কংগ্রেসে ভাঙন। 'হাত' ছেড়ে এবার তৃণমূলে দার্জিলিঙের শঙ্কর মালাকার। তৃণমূলে যোগদানের আগেই শঙ্কর মালাকারকে বহিষ্কার কংগ্রেসের। সুব্রত বক্সী, অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগদান। কংগ্রেস নয়, তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়তে সক্ষম। শাসক দলে না থেকে মানুষের কাজ করা যায় না। গতকালই মল্লিকার্জুন খাড়গেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। লড়াই করার কোনও যোগ্যতা ও দক্ষতা নেই বর্তমান প্রদেশ কংগ্রেসের। উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগদান।

গার্ডেন সিটি'-র জন্য আজকের দিনটা হওয়ার কথা ছিল আনন্দের, উচ্ছ্বাসের, বিজয়ীদের বরণ করে নেওয়ার। তবে আরসিবির বিজয় উল্লাসের দিনে ভেসে আসল কান্নার শব্দ। চিন্নাস্বামীর স্টেডিয়ামের বাইরে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু ১০ জনের। সেই সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছেও। শিবাজি নগরের বাউরিং হাসপাতাল ও লেডি কার্জন হাসপাতালে ভর্তি আহতরা। তাঁদের দেখতেই ছুটলেন কর্ণাটকের বিজেপি, কংগ্রেসের নেতারা।

বাউরিং ও লেডি কার্জন হাসপাতালে পৌঁছন কর্ণাটকের বিজেপি সভাপতি বিউ বিজয়েন্দ্র। সেখানে গিয়ে তিনি কংগ্রেস সরকারকেই নিশানা করেন। তিনি বলেন, '১১ জনের বেশি জন প্রাণ হারিয়েছেন। এরজন্য সরকারই দায়ী। মুখ্যমন্ত্রীর উচিত এই ঘটনাটিকে জুডিশিয়াল তদন্তে পাঠানো উচিত।' তিনি যোগ করেন, 'গোটা দেশ এবং কর্ণাটক যখন আরসিবির বিজয় উল্লাসে ভাসছে, তখন সঠিকভাবে সরকারপক্ষ কিছুই আয়োজন করতে পারেনি, যার ফলেই এই দুর্ভোগ। ওরা তো এরজন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজনটুকু বোধ করেনি। তার থেকে পাবলিসিটিতে ব্যস্ত ছিল ওরা। এর জেরেই এতজনের মৃত্য। কতজন আইসিইউতে রয়েছেন।' 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola