Manmohan Singh:রাজঘাটে শেষকৃত্য নয় কেন ?মনমোহন সিংহের স্মৃতিসৌধ নির্মাণ নিয়ে রাজনীতির অভিযোগ কংগ্রেসের

Continues below advertisement

ABP ANANDA LIVE: দেশের অর্থনৈতিক উদারীকরণের জনক। ১০ বছর ধরে দেশের প্রধানমন্ত্রী। সঙ্কটময় পরিস্থিতিতে দেশকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন তিনি। অথচ সেই মনমোহন সিংহের মৃত্যুর পর তার স্মৃতিসৌধ নির্মাণ নিয়ে রাজনীতির অভিযোগ তুলল কংগ্রেস।

আরও খবর...

পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সপ্তম গ্রেফতার। ধৃত মনোজ গুপ্ত জালিয়াতি চক্রের অন্যতম মাথা বলে লালবাজারের দাবি। পুলিশ সূত্রে খবর, বেহালার শীলপাড়ার বাসিন্দা মনোজ সখেরবাজারে ট্রাভেল এজেন্সির অফিস খুলে জাল নথি দিয়ে পাসপোর্ট বানাতেন। তার জন্য মোটা টাকাও নিতেন মনোজ। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে আরেক ধৃত পর্ণশ্রীর বাসিন্দা দীপঙ্কর দাস মনোজের অফিসেই ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করতেন। গতকাল উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া স্টেশন রোড এলাকা থেকে জালিয়াতিকাণ্ডের অন্যতম মাথা মনোজ গুপ্তকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা পুলিশ। 

জাল পাসপোর্ট চক্র, অবশেষে নড়েচড়ে বসল কলকাতা পুলিশ। 'পাসপোর্ট দেওয়ার আগে নোডাল অফিসারের সঙ্গে কথা বলতে হবে ওসিকে। ভেরিফিকেশনের সময় ভিনরাজ্য় থেকে নিতে হবে অপরাধ সংক্রান্ত তথ্য। সঠিকভাবে সংগ্রহ করতে হবে জন্ম-তারিখ সংক্রান্ত তথ্য', পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে আরও কড়াকড়ির আশ্বাস পুলিশ কমিশনারের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram