Congress: জামিন মেলার পর, মাথা ন্য়াড়া করে চ্যালেঞ্জ কৌস্তভের
মাঝরাতে বাড়িতে পুলিশ, গ্রেফতারি এবং তারপর জামিন। শনিবার দিনভর শিরোনামে থাকলেন একজনই, কৌস্তভ বাগচী। জামিন মেলার পরও, মাথা ন্য়াড়া করে, কার্যত ট্য়ুইস্ট দিলেন তিনি!
কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর গ্রেফতারির ঘটনায় ফের একজোট হল বিরোধী শিবির। গ্রেফতারির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ দেখালেন কংগ্রেসের নেতা-কর্মীরা। পাশে দাঁড়িয়ে তৃণমূল সরকারের সমালোচনায় সরব হল সিপিএম। গ্রেফতারির নিন্দা করল বিজেপি-ও। বিরোধীদের এককাট্টা আক্রমণের মুখে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।