INDIA Alliance: 'ইন্ডিয়া জোটের সব দল বিজেপিকে হারাতে চায়', বললেন কংগ্রেসের সাধরণ সম্পাদক জয়রাম রমেশ

ABP Ananda LIVE: তৃণমমূল (TMC) নেত্রী বাংলায় (West Bengal) জোটের দরজা বন্ধ করলেও আশা ছাড়তে রাজি নন জয়রাম (Jairam Ramesh)। 'ইন্ডিয়া জোটের (INDIA Alliance) সব দল বিজেপিকে হারাতে চায়'। আমরা জানি ইন্ডিয়া জোটের সমস্ত দলগুলি বিজেপিকে (BJP)হারাতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন তাঁর একমাত্র উদ্দেশ্য বিজেপিকে হারানো। এই ভাবনার সঙ্গেই আমরা এক জোট হয়ে থাকব, ফের বললেন কংগ্রেসের সাধরণ সম্পাদক জয়রাম রমেশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola