Congress Leader Murder: সাতসকালে মালদার মানিকচকে বোমাবাজি, খুন কংগ্রেস নেতা

ABP Ananda LIVE: সাতসকালে মালদার মানিকচকে বোমাবাজি, খুন কংগ্রেস নেতা। নিহতের নাম মহম্মদ সইফুদ্দিন। আজ সকালে মানিকচকের ধরমপুর বাজার এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। এরপর বাজার থেকে উদ্ধার হয় কংগ্রেস নেতা মহম্মদ সইফুদ্দিনের দেহ। বোমার আঘাতেই মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কে বা কারা হামলা চালিয়েছে, এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে রয়েছে মানিকচক থানার পুলিশ।

অন্যদিকে, আর জি কর-কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র? আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের । আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় ধৃত সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি। 'ঘটনার দিন সন্দীপ ঘোষের সঙ্গে কথা হয়েছিল ওসি অভিজিৎ মণ্ডলের। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের মধ্যে যোগসূত্র থাকতে পারে' বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে, আদালতে সওয়াল সিবিআইয়ের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola