Adhir Ranjan Chowdhury : জামিন পেলেন কংগ্রেস নেতা সাইদুর, 'কোর্টে মমতা সরকার জুতোর বাড়ি খাবে' মন্তব্য অধীরের

কলকাতা হাইকোর্ট ( Kolkata High Court )  থেকে অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস নেতা সাইদুর রহমান ( Saidur Rahaman )  । সাগরদিঘি ( Sagardighi ) ব্লকের প্রাক্তন যুব কংগ্রেস ( Congress )  সভাপতি সাইদুর রহমান। সপ্তাহের তিনদিন তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করার নির্দেশ। তদন্তে সহযোগিতা করার নির্দেশ বিচারপতি রাজা শেখর মান্থার। ধর্ষণ এবং প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় সাইদুর রহমানকে। তাঁর গ্রেফতারির প্রতিবাদে থানা ঘেরাও করে কংগ্রস ও বামেরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola