ABP Ananda: 'পশ্চিমবঙ্গের পুলিশের মান-সম্মান, লজ্জা বলে কিছু আছে?' আক্রমণ সৌম্য আইচ রায়ের

Continues below advertisement

ABP Ananda LIVE: 'পশ্চিমবঙ্গের (West Bengal) পুলিশের মান-সম্মান, লজ্জা বলে কিছু আছে? সংবাদমাধ্যমকে নোটিশ পাঠাচ্ছে, মারছে, সাংবাদিকের বাড়িতে পুলিশ পৌঁছে যাচ্ছে, ক্যামেরা ভেঙে দিচ্ছে। কোন রাজত্ব এটা?' আক্রমণ সৌম্য আইচ রায়ের (Soumya Aich Roy)। ফের নিশানায় সংবাদমাধ্যম, ফের আক্রমণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। সাতসকালে এবিপি আনন্দর সাংবাদিক (ABP Ananda Reporter) প্রকাশ সিন্হার (Prakash Sinha) বাড়িতে পুলিশ। বাড়ি ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram